কাপ্তাই মা সীতা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মহা বারুণী স্নান উৎসব ও মেলায় পূর্ণার্থীদের ভীড়

 

চৌধুরী মুহাম্মদ রিপনঃ
কাপ্তাইয়ে মা সীতা মন্দিরে বৃহস্পতিবার ও শুক্রবার সনাতনী সম্প্রদায়ের প্রাগৈতিহাসিক তীর্থস্থান কাপ্তাইয়ের চিৎমরম, সীতারঘাটে মহাবারুণী স্নান ও সীতামেলার আয়োজন করা হয়। রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহা বারুণী স্নান উৎসব। সনাতন ধর্মমতে, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে, প্রাচীন তীর্থস্থান সীতাঘাট মন্দিরে মহা বারুণী স্নান-এর মহালগ্ন শুরু হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) হাজার হাজার ভক্তের সমাগম ঘটে সীতাঘাট মন্দিরে। মহাবারুণী স্নান উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়ে শেষ হবে এই মেলা। চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা সনাতন ধর্মের অনুসারীরা কর্ণফুলি নদীতে স্নান, সীতা মন্দির, শম্ভুনাথ মন্দির, কালি মন্দিরে পূজা দেয়া এবং মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে সীতা দেবীর কাছে তাদের মনের বাসনা ব্যক্ত করেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও সীতা মেলা অনুষ্ঠিত শুরু হয়।এসময় সকল ধর্ম বিশ্বাসের মিলন মেলায় পরিণত হয় সীতা মন্দির। এই মন্দিরে বিভিন্ন প্রাচীন নির্দশন ঘুরে দেখেন ভক্তরা। মহাবারুণী স্নানে আসা অনেক ভক্ত জানান তারা সীতা দেবীর বিভিন্ন নিদর্শন ঘুরে ফিরে দেখছেন এবং মহাবারুণী স্নানে স্নাত হয়ে পবিত্র হচ্ছেন। প্রাচীন তীর্থস্থান সীতাঘাট মন্দির
মহাবারুণী স্নান ও সীতামেলা অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল। মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ এর সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক
ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ,
কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন , কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিকু কুমার দে, রাঙামাটি জেলার আহবায়ক নন্দিতা দাশ, সদস্য সচিব সান্টু চৌধুরী,
কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সহ সভাপতি অজয় সেন ধনা, রাঙামাটি জেলা ট্রাস্টির প্রতিনিধি আশীষ কুমার চৌধুরী, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য,সহ মেলা পরিচালনা কমিটি র কর্মকর্তা,
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী এই সময় উপস্থিত ছিলেন। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল বলেন, ঐতিহাসিক এই মা সীতা দেবী মন্দির সনাতনী সম্প্রদায়ের একটি পবিত্র তীর্থস্থান। এখানে অনেক কাজ বাকি আছে। আশা করছি বর্তমান সরকারের পক্ষ হতে ধর্মীয় বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে আমরা এই মন্দিরের উন্নয়ন করবো।