হরিরামপুর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

 

মোঃ বিল্লাল হোসেন হরিরামপুর প্রতিনিধি।
মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার ঝিটকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সদস্য- মোহাম্মদ আলী এর সঞ্চালনায় হরিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে ১৪ তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামিল বিশ্বাস বলেন,সাংবাদিকেরা হলো সমাজের দর্শন। সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়।হলুদ সাংবাদিকতা বর্জন করে, বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকতার মূখ্য বিষয়।
একজন সংবাদকর্মীর মূল কাজ হলো সমাজের অসংগতি,দূর্নীতি, অনিয়ময়,সম্ভাবনা, সমসাময়িক বিষয়াবলি তথ্যবহুল লেখনির মাধ্যমে প্রকাশ করা।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরুল হাসান হিমেল,সিনিয়র- সভাপতি স্বপন কুমার পাল,ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুকতার হোসেন, সদস্য -মো:রাসেল মিয়া প্রমূখ। সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।