আলোর প্রদীপ সংগঠন এস.এস.সি পরীক্ষার্থীদের সংবর্ধনা, এবং আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

হাটহাজারী প্রতিনিধিঃ

আলোর প্রদীপ সংগঠন চট্টগ্রাম হাটহাজারী পৌরসভা, ৯নং ওয়ার্ড, দক্ষিণ মোহাম্মদপুর
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী তামাদ্দুনিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, এস.এস.সি পরীক্ষার্থীদের সংবর্ধনা, এবং আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়, গত ১৪ ও ১৫ মার্চ ২০২৫ শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপী
এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।হাটহাজারী পৌরসভার সাবেক কাউন্সিলর সমাজ সেবক আবুল কাশেম মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও মানবতার ফেরিওয়ালা রেমিটেন্স যোদ্ধা এবং দৈনিক রাঙ্গামাটি সময় পত্রিকার উপদেষ্টা,আনসারুল হক সিআইপি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চাঁদগাও আল হুমাইরা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা র সিনিয়র আরবি প্রভাষক ও খতিব মাওলানা মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা জাকারিয়া, মোঃরাশেদ হোসেন,মুফতি মোঃ খোরশেদ, ও অত্র এলাকার কৃতি সন্তান, হাফেজ মোঃ ফারুক প্রমুখ। এই প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তোলে দিয়ে বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী তামাদ্দুনিক প্রতিযোগিতা ও এস.এস.সি পরীক্ষার্থীদের সংবর্ধনা ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করবে লেখাপড়া র প্রতি। আশাকরি ভালো লেখাপড়া করে একদিন বাবা-মা,সমাজ ও দেশের সেবাই এগিয়ে আসবে।