
বিশেষ প্রতিনিধিঃ
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম নাটোরে নারী নির্যাতনের মামলায় বরখাস্তকৃত পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হক আদালত চত্বরে সাংবাদিকদের হামলা করে। ১১ মার্চ মঙ্গলবার ২০২৫ দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম নাটোরে নারী নির্যাতনের মামলায় বরখাস্তকৃত পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হককে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো
আদেশ দেন। আদালত থেকে কারাগারে নেয়ার সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে আসামি এসএম ফজলুল হক সাংবাদিকদের ওপর হামলা করেন। এ সময় আদালত চত্বর এলাকা উত্তেজনা দেখা দেয়। এর আগে তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন বলে আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার আদালতে হাজিরা দিতে আসলে তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ করেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম। পরে তাকে পুলিশ গাড়িতে তোলার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর হামলা করেন তিনি। পরে আদালত চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।
পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।