
মোঃ সেকান্দর হোসেন (শান্ত)
বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও প্রস্তুতি সভা ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় বহদ্দারহাটের এক রেস্তোরায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলার আহবায়ক উপাধ্যক্ষ মোঃ নুরুল আলম রাজু, সভাপতিত্ব করেন বাশিস চট্টগ্রাম জেলা আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম টিপু, উদ্বোধক ছিলেন বাশিস চট্টগ্রাম জেলার সদস্য সচিব মোঃ মোবারক আলী, বিশেষ অতিথি ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলার সদস্য সচিব অধ্যাপক মোঃ নাজিম উদ্দীন। জাতীয়করণের দাবীতে অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) চট্টগ্রাম উত্তর জেলার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির পরিচিতি ও সম্মেলন পূর্ব প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন মোঃ আইয়ুব, সাইফুল ইসলাম, আতাউল করিম,সুপম বড়ুয়া,জহির আহমদ, মোহাম্মদ নুরুল হুদা, এবিএম গোলাম নুর, জামাল শাহ, জাফর সাদেক,আতাউল করিম, জহিরুল ইসলাম প্রমূখ।প্রধান শিক্ষক শাহিদা আকতারের সঞ্চালনায় চট্টগ্রাম উত্তর জেলার সকল উপজেলা প্রতিনিধির উপস্থিতিতে শিক্ষক সকল যৌক্তিক দাবী আদায়ের লক্ষে ও জাতীয়করণের ভূমিকা রাখতে অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার হাতকে শক্তিশালী করতে সভায় বক্তারা আহবান জানান।