ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে রাঙামাটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

 

আহমদ বিলাল খানঃ

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা এ বিক্ষোভ করেন। এ সময় তারা ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলার একদল শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বুধবার (২৬ ফেব্রুয়ারী ২০২৫) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘ধর্ষণ মুক্ত সমাজ চাই ধর্ষকের ফাঁসি চাই’-‘চুপ করে থাকবো না অন্যায় সহ্য করবো না’ শ্লোগানে সাধারণ ছাত্র-জনতা রাঙামাটি পার্বত্য জেলার ব্যানারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরোধী মিছিল বনরুপা বাজার প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিরে আসেন। সাধারণ ছাত্র-জনতা ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপিটি গ্রহন করেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কলেক্টর (এনডিসি) নাবিল নওরোজ বৈশাখ। প্রতিবাদ সমাবেশ শেষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরোধী মিছিল বের করা হয়। প্রতিবাদ সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগ (অনার্স ৪র্থ বর্ষ) ছাত্র মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (অনার্স ২য় বর্ষ) ছাত্রী তানজিনা আক্তার, এইচএসসি ২০২৪ এর ছাত্র দিপ্ত চাকমা,ইংরেজি বিভাগ (অনার্স ৩য় বর্ষ) ছাত্র হোসাইন মল্লিক, ব্যাবস্থাপনা বিভাগ, (অনার্স ৩য় বর্ষ) ছাত্র মো. সাইমুন ইসলাম, গনিত বিভাগ ( অনার্স ৩য় বর্ষ) ছাত্র মো. ইমাম হোসেন, গনিত বিভাগ (অনার্স ৪র্থ বর্ষ) ছাত্র ওয়াহিদুজ্জামান রোমান, বিশিষ্ট সমাজ সেবক জুঁই চাকমা ও বিশিষ্ট সমাজ সেবক এবং ছাত্র উপদেষ্টা মো. কামাল উদ্দিন।