
এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ
দ্রব্যমুল্যর উর্ধ্বগতিরোধ, আইন শৃঙখলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বেরাচারের দোসরদের দ্রুত বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তোরনের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর ষ্টেডিয়ামে সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি।
সোমবার(২৪ফেব্রুয়ারি)২৫ খ্রিঃ। দুপুরে জেলা বিএনপির সভাপতিঃ দীপন তালুকদার দীপুর সভাপতিত্বেঃ সভায় প্রধান অতিথিঃ হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এসময় বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ (ভিপি হারুন), জাতীয় নির্বাহী কমিটির সহ সাংঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর হেলাল,এবং
রাঙামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন। কেন্দ্রীয় যুবদলের সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক যুবনেতা আবু সাদাৎ মোঃ সায়েম। সহ- কেন্দ্রীয় ও জেলা উপজেলা নেতারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, এই অর্ন্তবর্তীকালীন সরকারকে বিএনপি সমর্থন দিলেও দেশের আইন শৃঙখলা পরিস্থিতি, দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা কোনটাই ভালো নেই। নির্বাচিত সরকার ছাড়া দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। বক্তারা অবিলম্বে সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।