কেপিএম তরুণ সংঘ ক্লাবে র আয়োজনে উন্মুক্ত নকআউট সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

কাপ্তাই প্রতিনিধিঃ

তারুণ্যের উৎসবে মেতে উঠেছে সারাদেশে’র ক্রীড়ামোদী তরুণরা, আজ ২১ (ফেব্রুয়ারী) শুক্রবার ২০২৫ কাপ্তাই উপজেলা কেপিএম ব্রিকফিল্ড মাঠে কেপিএম তরুণ সংঘ ক্লাবে’র আয়োজনে উন্মুক্ত নকআউট সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিভিন্ন স্হান থেকে ১৬ টি ক্রিকেট টিম অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উন্মুক্ত নকআউট সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃরুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি জনাব রহমত উল্লাহ,রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সহ সভাপতি হারুন অর রশিদ রতন,
চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামছুজ্জামান চৌধুরী রকি,কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন,১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু,রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএস শোয়াইব কাদের, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দার আলী রাসেল, কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম,রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন মিলন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম মাসুম ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশের সার্বিক তত্ত্বাবধানে উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন সবুজ সংঘ বনাম রিয়াদ একাদশ রাণীরহাট। রিয়াদ একাদশ রাণীরহাট ৩ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, ফাইনাল খেলায় ম্যাচ সেরা হয়েছে বিজয়ী দলের সানি। সেরা বোলার হয়েছেন বিজয়ী দলের জমির,সেরা রানদাতা হয়েছেন সবুজ সংঘের পিয়াল,টুর্ণামেন্ট সেরা হয়েছেন রিয়াদ একাদশের সোহেল। প্রধান অতিথি এই সময় বলেন, খেলাধুলা র সাথে থাকলে মননশীল বিকাশ ঘঠবে, লেখাপড়া র পাশাপাশি খেলাধুলা আয়োজন করলে মাদকাসক্ত থেকে দূরে থাকবে ছেলে-মেয়ে। তরুণ সংঘ ক্লাবকে ধন্যবাদ জানাাই এত সুন্দর আয়োজন করার জন্য।