
কাপ্তাই প্রতিনিধিঃ
তারুণ্যের উৎসবে মেতে উঠেছে সারাদেশে র ক্রীড়ামোদী তরুণরা, আজ ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ২০২৫ কাপ্তাই উপজেলা কেপিএম ব্রিকফিল্ড মাঠে কেপিএম তরুণ সংঘ ক্লাবে র আয়োজনে উন্মুক্ত নকআউট সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২৫ অনুষ্ঠিত হয়। খেলায় বিভিন্ন স্হান থেকে ১৬ টি ক্রিকেট টিম অংশগ্রহণ করেন, খেলার আজ ছিল উদ্ধোধনী ও প্রথম পর্বের খেলা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উন্মুক্ত নকআউট সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২৫ এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেপিএমের কৃতি সন্তান সমাজসেবক ও ক্রীড়ানুরাগী জনাব এম.আর.হোসাইন জহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দার আলী রাসেল, কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, তরুণ সংঘ ক্লাবে র কর্মকর্তা রিয়াজ উদ্দিন আকাশের সার্বিক সহযোগিতায
উক্ত উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন রাজস্থলী ক্রিকেট একাদশ বনাম রিয়াদ একাদশ রাণীরহাট,
উক্ত খেলায় রিয়াদ একাদশ রাণীরহাট ৬ উইকেটে জয়লাভ করে, খেলায় ম্যাচ সেরা হয়েছে বিজয়ী দলের জমির উদ্দিন। আগামীকাল উন্মুক্ত নকআউট সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২৫ এর দ্বিতীয় পর্বের খেলা সকাল থেকে শুরু হয়ে বিকাল ৪ টায় খেলার ফাইনাল সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে রিয়াজ উদ্দিন আকাশ আমাদের প্রতিনিধি কে জানান। প্রথম পর্বের খেলায় সেরা ম্যাচ ও বিজয়ী দলকে প্রধান অতিথি প্রথম পর্ব খেলার বিজয়ী ট্রফি তোলে দেন। আগামীকালের খেলা উপভোগ করার জন্য সকল ক্রীড়ামোদী ও এলাবাসীকে আহবান জানান তরুণ সংঘ ক্লাব কর্মকর্তা।