অপারেশন ডেভিল হান্ট; রাঙামাটিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ

রাঙামাটিতে চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তাপস পালকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার সময় রাঙামাটি শহরের বনরূপা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ।গ্রেফতারকৃত তাপস পাল শহরের জনপ্রিয় পুস্তকালয়ের মালিক ও রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বলে জানাগেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অপারেশন ডেভিল হান্টের আওতায় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা পর্যন্ত পার্বত্য রাঙামাটিতে সর্বমোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারূফ আহাম্মেদ জানিয়েছেন, পুলিশ অপরাধীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্ঠা চালাচ্ছে এবং এই অভিযান চলমান থাকবে।