কাপ্তাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

 

রবিউল হোসেন রিপনঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ কাপ্তাই থানার শাখার আয়োজনে এক কর্মী সম্মেলন গতকাল বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৫টায় শহীদ তিতুমীর একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।প্রচার সম্পাদক নুর জামানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে সভাপতিত্ব করে কাপ্তাই থানা সেক্রেটারি এবিএম সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবদুল আলিম। তিনি বলেন, পার্বত্য ২৯৯নং রাঙামাটি আসনে আমরা একজন সৎ,যোগ্য প্রাথী মনোনয়ন করেছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাই সৎ লোকের শাসন,আল্লাহর আইন। বিগত আ’লীগ ফ্যাসিবাদী সরকার মানুষের প্রাণের দাবী সুষ্ঠ ভোট দিতে ব্যার্থ হয়েছে। দিনের ভোট রাতে দিয়েছে। আমরা তা চাই না।আমরা চাই সুষ্ঠ ও সকলের গ্রহণযোগ্য নির্বাচন। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিন। প্রধান বক্তা ২৯৯নং আসনের মনোনীত প্রার্থী এডভোকেট মোক্তার আহমেদ বলেন, দ্বীন কায়েমের জন্য কাজ করে যাব। সম্প্রতি এরশাদ আমলে জামায়াতে ইসলামীর আমীর এস এম শহীদুল্লার বিজয় ছিনিয়ে নিয়ে তাদের মনোনীত প্রার্থীকে বিজয় করে। এবার আমরা তা হতে দিবো না। আ’লীগ সরকারের আমলে কেউ ভোট দিতে পারেনি। আমাকে নির্বাচনে বিজয় করা হলে আল্লাহ জন্য জনগনের কাজ ও সেবা করে যাব। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই জামায়াতে ইসলামীর নেতা শফিকুল আলম ও রাঙ্গামাটি জেলা ইসলামি ছাত্র শিবির সভাপতি শহিদুল ইসলাম শাফি প্রমুখ সহ কাপ্তাই উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।