রাঙামাটিতে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ

 

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ

রাঙামাটি বারের সিনিয়র আইনজীবি,জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদকে আগামী সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ আসনের
নিজেদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন, রাঙামাটি জেলা জামায়াত। আজ ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ২০২৫ বিকালে রাঙামাটি জেলা জামায়াত কার্যালয়ে জেলা উপজেলার দায়িত্বশীলদের এক সমাবেশে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম। তিনি জানিয়েছেন, জেলা উপজেলা জামায়াতের দায়িত্বশীলদের এক সভায় সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে এই ঘোষণা দিয়েছেন।
সভায় রাঙ্গামাটি জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম দৈনিক রাঙ্গামাটি সময়কে বলেন, রাঙামাটি বারের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মোখতার আহমেদ রাঙামাটি ইসলামী সেন্টারের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন রাঙ্গামাটি আলা আমিন মডেল মাদ্রাসার চেয়ারম্যান, কাউখালী সিদ্দিক আকবর মাদ্রাসার চেয়ারম্যান, মুজাদ্দিদ আলফিসানি হাই স্কুলের প্রতিষ্ঠাতা, মোজাদ্দেদ আলফেসানী হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা, লংগদু রাবেতা মডেল কলেজ,নানিযারচর ইসলামপুর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা । কাউখালী সিদ্দিক আকবর দাখিল মাদ্রাসারও অন্যতম প্রতিষ্ঠিতার দায়িত্ব আছেন। রাঙ্গামাটি ২৯৯ আসনের অ্যাডভোকেট মোখতার আহমেদ সকলের কাছে গ্রহনযোগ্য একজন ব্যক্তি হিসাবে পরিচিতি আছে, জেলা আমির আরোও বলেন, অ্যাডভোকেট মোখতার আহমেদ রাঙ্গামাটি থেকে সংসদ সদস্য হলে রাঙ্গামাটি জেলায় স্বচ্ছ উন্নয়নসহ গণ মানুষের আশা আকাঙ্ক্ষা ঘটবে বলে আশা করি।