রাঙ্গুনিয়া, কাপ্তাই, রাজস্থলী পেশাদার সাংবাদিকদের মতবিনিময় ও নবনির্বাচিত রাঙ্গুনিয়া প্রেসক্লাব কর্মকর্তাদের সংবর্ধিত করলেন দোভাষী বাজার মা-মনি ডায়াগণস্টিক এর পরিচালকরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংবর্ধিত ও রাঙ্গুনিয়া, কাপ্তাই, রাজস্থলী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দোভাষী বাজারের রোগ নির্ণয় ও নিরাময় কেন্দ্র মা মনি ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই সংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ডায়াগণস্টিক সেন্টারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়গণস্টিক সেন্টারের পরিচালক শিবু প্রসাদ সিংহ। পরিচালক দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ডা.এস এ চৌধুরী, এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা.তাপস দেব, ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক পান্থ নিবাস বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এয়াকুব আলী মনি, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহফুজ আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, নির্বাহী সদস্য শান্তি রঞ্জন চাকমা, জগলুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ। সভায় রাঙ্গুনিয়া, কাপ্তাই ও রাজস্থলী কর্মরত  ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।