
ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটি কাপ্তাই কর্ণফুলী সরকারী কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত। কর্ণফুলী সরকারী কলেজ মাঠে আজ ৬ জানুয়ারী ২০২৫ রোজ সোমবার বিকাল ৩টায়
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি প্রীতি
ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। এই ক্রিকেট খেলায় সবুজ দলের প্রতিনিধিত্ব করেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন অপু এবং লাল দলের প্রতিনিধিত্ব করেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ। উক্ত খেলায় কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশের লাল দল ৮ উইকেটে জয়লাভ করে। প্রীতি ম্যাচে র আয়োজক কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সুশৃঙ্খল ও সুন্দরভাবে ম্যাচ সম্পন্ন করাতে দর্শক ও উভয় পক্ষে র খেলোয়াড়দের ধন্যবাদ জানান।