
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
সারা দেশে আগামী ১০ ডিসেম্বর থেকে অর্থনৈতিক শুমারি শুরু হবে। ১৫ দিনব্যাপী এই শুমারি চলবে থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মূল তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর শুমারি করে থাকে সংস্থাটি। সারাদেশে ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহ করবেন বলে জানা যায়।
এরই মধ্যে প্রচারসহ অন্যান্য প্রস্তুতি কাপ্তাই উপজেলার ১নং চ্ন্দ্রঘোনা ইউনিয়ন এবং ওয়াগ্গা ইউনিয়ন ১নং ইউনিট এর তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহকারীর জন্য চারদিনের ট্রেনিং এর প্রথমদিন আজ ৬ নভেম্বর শুক্রবার ২০২৪ সকাল ১০টায় বড়ুইছড়ি সরকারী প্রথামিক বিদ্যালয়ে শুরু হয়। এই সময় ফজলে রাব্বি মজুমদার,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও ডিসিসি ২,রাঙ্গামাটি ও মোঃ ইকবাল হোসেন, জোনাল অফিসার, জোন -১, কাপ্তাই এবং আইটি সুপারভাইজার অনুপ তনচংগ্যা জোন -১ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে ৪দিনের ট্রেনিং শুরু করেন। ট্রেনিং শেষে অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত কাপ্তাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে কাপ্তাই দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আমাদের প্রতিনিধিকে জানান। ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত কার্যক্রমে সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলি, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। জাতীয় এ গুরুত্বপূর্ণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন ফজলে রাব্বি মজুমদার,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও ডিসিসি ২,রাঙ্গামাটি। এ পরিস্থিতিতে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে উক্ত কার্যক্রমে তথ্য প্রদানসহ শুমারি কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য নির্দেশনা সরকারী ভাবে দেওয়া হয়।
আর্থিক প্রতিষ্ঠার আইন, ২০২৩-এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে সরকার । জানাযায়, এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।