
মোহাম্মদ মোশারফ হোসেন সেলিম রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে বিভিন্ন সময়। এরই ধারাবাহিকতায় গতকাল ২ ডিসেম্বর ২০২৪ তারিখে ২ঃ৩০-৪ঃ৪৫ ঘটিকা পর্যন্ত মারি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় রাঙ্গামাটি জেলা সদর ফুটবল ক্লাব বনাম সুইহলা মং ফুটবল একাডেমি কাউখালী এর পুরুষ দল এবং ঘাগড়া কলেজ মহিলা দল বনাম সুইহলা মং ফুটবল একাডেমী এর মহিলা দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় রাঙ্গামাটি জেলা সদর ফুটবল ক্লাব পুরুষ দলকে হারিয়ে ০৩ গোলে বিজয়ী হন সুইহলা মং ফুটবল একাডেমি, কাউখালী এবং ঘাগড়া কলেজ মহিলা দলকে হারিরে ০১ গোলে বিজয়ী হন সুহহলা মং ফুটবল একাডেমী। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, এডব্লিউসি, এএফডরিউসি, পিএসসি, পিএইচডি কমান্ডার ৩০৫ পদাতিক ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি রিজিয়ন। উল্লেখ্য যে, খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলগুলোকে রাঙ্গামাটি জোন এর পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। ভবিষ্যতে রাঙ্গামটি জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানান।