কাপ্তাই তে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজধানীসহ দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস-২০২৪। আজ শুক্রবার (১ নভেম্বর ) সকালে সারাদেশের মত কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জাতীয় যুব দিবস এর যুব র‍্যালি উদ্বোধন করেন। কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিরেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রুইহ্লা অং মারমা, খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম, কাপ্তাই উপজেলা জামাতের আমির হারুনুর রশিদ , এনজিও প্রতিনিধি খ্রীষ্টান হাসপাতাল চ্ন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এমরান হোসেন, যুব প্রতিনিধি মোমেনা আক্তার,জুয়েল চাকমা, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন অপু,যুব সংগঠক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম প্রমূখ । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো জাকির হোসেন। উপজেলার বিভিন্ন সংগঠন ও সংস্থা, কর্মকর্তা, ছাত্র ও যুবক র‍্যালিতে অংশগ্রহণ করেন। দেখা যায় খ্রীষ্টান হাসপাতাল চ্ন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর মাঠ পর্যায়ের কর্মীরা যুব র‍্যালিতে অংশগ্রহণ করে যুব র‍্যালি সুন্দর ও জাঁকজমক আনন্দঘন পরিবেশে যুব র‍্যালিটি উপজেলার সদর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহিদ মিনার এসে সমাপ্তি হয়। যুব র‍্যালির পর উপজেলা হলরুম কিন্নারীতে আলোচনা সভা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা র সভাপতিত্বে প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে যুব সমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান। এই সময় অনুষ্ঠানে অতিথি গণ প্রশিক্ষণ সনদ বিতরন ও আত্মকর্মী যুবদের মাঝে ১,০০,০০০/- টাকার যুব ঋনের চেক বিতরন ও শপথ পাঠ এর মাধ্যমে জাতীয় যুব দিবস সমাপ্তি হয়