
সভাপতি পদে খোকন এবং সম্পাদক পদে নাছির জয়ী
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
দক্ষিণ রাঙামাটি -চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির (রেজি: নম্বর ১৮৭৫) নির্বাচনে সভাপতি পদে
মীর্জা নাজিম উদ্দিন (খোকন) এবং সাধারণ সম্পাদক পদে মো: নাছির উদ্দীন বিজয়ী হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৪ইং) সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত কাপ্তাই জেটি ঘাটে সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহন শেষে সন্ধ্যা ৭ টায় নির্বাচন উপ পরিষদের চেয়ারম্যান আমির হোছাইন এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মীর্জা নাজিম উদ্দিন (খোকন চেয়ারম্যান) ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্ধী মোঃ লোকমান কন্টাক্টার পেয়েছেন ১৮ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ নাছির উদ্দিন ৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী সেকেন্দার কোম্পানি পেয়েছেন ৫১ ভোট। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে হাজী ওবায়দুল্লাহ ও মাহমুদুর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মানিক এবং প্রচার সম্পাদক পদে মোঃ শাজাহান। কোষাধ্যক্ষ পদে মাহবুব আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে নিজাম উদ্দিন বিনা প্রতিদ্বন্ধিতায় জয় লাভ করেন।