
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৪.৩০ ঘটিকায় সুর্নিদিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর ০৪:৩০, ১১ ইস্ট বেঙ্গল , ২৪ পদাতিক ডিভিশন ওয়াঃ অফিঃ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযানে, ১Xবি টাইপ পেট্রোল তবলছড়ি এলাকায় গমন করে। উক্ত এলাকা থেকে আব্দুর ছত্তার (৪২) কে জিঞ্জাসাবাদ করার জন্য হেফাজতে নেওয়া হয়। পবরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তবলছড়ি এলাকার একটি পরিত্যাক্ত ঘর থেকে ৪৫,হাজার প্যাকেট Oris এবং ৬হাজার প্যাকেট Omega অবৈধ সিগারেট আটক করা হয়। যার আনুমানিক বাজরার মূল্য মোট ১,০২,০০,০০০.০০ টাকা। উদ্ধারকৃত অবৈধ সিগারেট পরবর্তীতে সেক্টর সদর দপ্তর বিজিবি, এর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। রাঙ্গামাটি জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল অব্যাহত অভিযান পরিচালনার ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হচ্ছে।