
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
কাপ্তাই তে বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীরা উপজেলা চত্বর ও কাপ্তাই সড়ককে পরিস্কার পরিচন্ন কর্মসূচী পালন করেন।
আজ শনিবার ১০ আগষ্ট ২০২৪ বিকাল ৪টায় কাপ্তাই বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা উপজেলা চত্বর, শহিদ মিনার ও কাপ্তাই সড়ক বড়ইছড়ি বাজার রাস্তার ময়লা আবর্জনা তুলে ফলি ব্যাগ ও বস্তায় করে ময়লা ফেলার নির্দিষ্ট স্হানে রেখে আসেন। কাপ্তাই উপজেলা কেন্দ্রীক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপজেলার ছাত্র-ছাত্রীরা এলাকাভিত্তিক পরিস্কার পরিচন্ন কর্মসূচি র অংশ হিসাবে এই পরিস্কার পরিচন্ন অভিযান করে সচেতনতা সৃষ্টি লক্ষে কর্মসূচি পালন করে বলে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের কাপ্তাই উপজেলা র ছাত্র-ছাত্রীরা আমাদের কাপ্তাই প্রতিনিধিকে জানান। পরিস্কার পরিচন্ন কর্মসূচী কাপ্তাই বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের মো তানবীর হোসেন সানি, আলাভী রহমান মোঃ সালাউদ্দিন এর নেতৃত্বে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরিস্কার পরিচন্ন অভিযান শেষে ছাত্র-ছাত্রীরা উপজেলার দোকান ও বাজার এলাকার সবাইকে সচেতন করে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থান ফেলার অনুরোধ জানান।