
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে রাঙামাটি কাপ্তাইতে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টা হতে বিএসপিআই এর ডাইনিং হল হতে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করেন।
প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৬ষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ মুজাহিদ ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৬ষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম তামিম এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রতিষ্ঠানে অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবি করেন। বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসের প্রধান গেইট অতিক্রম করে কাপ্তাই প্রধান সড়ক লাটি লোহার রট হাতে নিয়ে এগিয়ে আসলে চলাচল বিভিন্ন গাড়ী র দিকে স্থানীয় লোকজনের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ইট ছুড়ে মারামারি শুরু হলে পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ কয়েকজন আহত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন এই সময় প্রশাসনকে সাথে নিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে ছাত্রদের ক্যাম্পাসে এবং স্থানীয়দের কে নিজের অবস্থানে ফিরে যেতে বাধ্য করেন। পরিস্থিতি স্বাভাবিক ও যান চলাচল কিছু সময় করলেও জানাযায় ক্যাম্পাসের বাহিরে অবস্থান করা ছাত্রদের সাথে পুনরায় সংঘর্ষ উভয়পক্ষ লিপ্ত হয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র ও স্থানীয় জনসাধারণের মধ্যে উভয় পক্ষে র ৭ জন আহত হলে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল পাঠিয়ে দেওয়া হয় জানা যায়। এই ঘঠনার খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে নিয়ে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী
স্থানীয় জনপ্রতিনিধি কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন এবং ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা সুপ্রিয়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন তনচংগ্যা ধনা সহ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক এবং যান চলাচল শুরু হয়। কাপ্তাই থানা র ওসি আবুল কালামের নেতৃত্বে সকাল থেকে পুলিশ অবস্থান করে জানাযায়।