কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা  অণ্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

রাঙামাটির কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয়  শিক্ষা সপ্তাহ: ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৬ জুলাই)  সকাল ১১ টায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে এবং ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেশ ভট্টাচার্য  এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বদের হাতে ক্রেস্ট  ও সনদপত্র তুলে দেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নাছির উদ্দিন।  এসময় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক  মাহফুজুল হক, কাপ্তাই  নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর   একাদশ শ্রেণীর শিক্ষার্থী মীর শাহরিয়ার  ইসলাম সাকিব। এই সময় কাপ্তাই বিভিন্ন স্কুল কলেজের প্রধান ও সহকারী শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।