কাপ্তাইয়ে মৃত ব্যক্তির লাশ উদ্ধার

 

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই থানাধীন বরইছড়ি এলাকায় ভাড়া ঘরে ৩২ বছর বয়ষ্ক মৃত আবস্থায় পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ। ৩০ মে( বৃহস্পতি বার) ১৯.০০ঘটিকায় কাপ্তাই থানা পুলিশ সংবাদ পেয়ে মোঃ নাছির উদ্দীন(৩২) পিতাঃ- মৃত আবুল হোসেন সাংঃ ডেংগাকাটা, বড়ইতলি ইউনিয়ন, ০১নং ওয়ার্ড, থানাঃ চকোরিয়া, জেলাঃ কক্সবাজার মৃত অবস্থায় তার লাশ উদ্দার করে। কাপ্তাই থানার এসআই সবুর খান ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। জানা যায়, উক্ত ব্যক্তি একজন লেবার, কাজের সুবাদে কাপ্তাই থানাধীন, চন্দ্রঘোনা ইউনিয়নের বরইছড়ি কাদেরী স্কুলের অপর পাশ্বে ভাড়া ঘরে বসবাস করতো। গতকাল ২৯/০৫/২০২৪ইং সকাল ১১টায় সহকর্মী লেবার আব্দুর রহিমের সাথে লাষ্ট ফোনে কথা বলে এরপর হইতে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি, উক্ত ব্যক্তি একা থাকায় এবং কোন আত্মীয় স্বজন না থাকায় আজ বিকাল ১৮.৩০ঘটিকার সময়ে ভাড়াটিয়ার ছেলে শাহরিয়ার শাকিব ঘরের দরজা খুলে ভিতরে বিচানায় মৃত আবস্থায় দেখতে পেয়ে কাপ্তাই থানায় সংবাদ প্রদান করেন। উক্ত সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল সহ রাঙ্গামাটি মর্গে প্রেরণ করে। কাপ্তাই থানা অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন,মৃত ব্যক্তির মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, মামলা টি তদন্তধীন। মর্গের রিপোর্ট শেষে প্রকৃত মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।