সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক র‌্যাবের হাতে আটক

মোহাম্মদ মাসুদঃ

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার একাধিক মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জহির উদ্দিন’কে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

১১ মার্চ দুপুর ২টায় অভিযানে আসামি মোঃ জহির’ (৪৫), কে আটক করে। আটককৃতের পরিচয় জেলা চন্দ্রগঞ্জ থানা দেওপাড়া গ্রামের পিতা-মৃত আবুল হোসেন ছেলে।

গোপন সংবাদে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পলাতক আসামি মোঃ জহির:কে মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় অবস্থানকালে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানে আসামিদের আটক করা হয়।

আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে দীর্ঘ ০৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

আটক আসামির মামলা নং-১, ০১ মার্চ ২০১৯, জিআর ৫৩/১৯, একই থানার মামলা নং-১০, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২০, জিআর ১৮৯/২০২০ এবং মামলা নং-১৯, ২১ ফেব্রুয়ারি ২০২১, জিআর-৩২/২১ এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

আটক আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।