
মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা চরঅঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়ন এর কাজিকান্দা গ্রামের শেখ লালমিয়া (৩৫) পিতাঃশেখ ইদ্রিস থানাঃ হরিরামপুর জেলাঃ মানিকগঞ্জ কে বিষধর *রাসেলস ভাইপার* সাপের সাপের কামড়ের ৭দিন পর ৭ মার্চ ২০২৪ তারিখে ০১০০ ঘটিকার সময় মারা যান।
স্থানীয়ভাবে জানা যায় যে গত ২ মার্চ ( শুক্রবার ) লালমিয়া ভাই ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার সময় দুপুরে দিকে বিষধর ‘রাসেলস ভাইপার’ সাপের কামড়ে, তাৎক্ষনিক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ( ফরিদপুর ২৫০ শয্যা হাসপাতালে ) ৫ দিন ভর্তি ছিলো। মঙ্গলবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জানান তারা কিছু করতে পারবে না, কিডনি এবং ফুসফুস নষ্ট হয়ে গেছে।পরে কবিরাজি চিকিৎসা জন্য ফরিদপুর সদর উপজেলা খুশির দোকান গজারিয়া কবিরাজের বাড়িতে নিয়ে যায়। ৭ মার্চ মধ্যে রাত ১টা দিকে কবিরাজের বাড়িতে লাল মিয়ার মৃত্যু হয় এবং ১১ঘটিকার সময় দাফন কার্য শেষ হয়েছে