
মো আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
০৪মার্চ ২০২৪ তারিখ মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার কান্ঠাপাড়া বাজার এলাকায় উপজেলা মৎস্য অফিস কর্তৃক, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এর নিমিত্তে জাটকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৪০কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। কোন ব্যক্তিকে আটক করা হয় নাই। জব্দকৃত মাছগুলো হরিরামপুর উপজেলার ০৫ টি এতিমখানা বিতরণ করা হয়। অভিযান পরিচালন করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব নুরুল ইকরাম ও
মোঃ মোস্তাফিজার রহমান
ক্ষেত্র সহকারী(ইলিশ)হরিরামপুর।