
কাপ্তাই প্রতিনিধিঃ
“কৃষক বাঁচাও – দেশ বাঁচাও”
আজ ০৩ ফেব্রুয়ারি রোজ শনিবার বাংলাদেশ কৃষকলীগ, কাপ্তাই উপজেলা শাখা’র উদ্যোগে নব অনুমোদিত উপজেলা কৃষকলীগ কমিটির পরিচিতি সভা ও কৃষক সমাবেশ কাপ্তাই উপজেলা
মিলনায়তনে কাপ্তাই উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম তালুকদার এর সভাপতিত্বে কাপ্তাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ রাঙ্গামাটি পার্বত্য আসনের সংসদ জননেতা বাবু দীপংকর তালুকদার এমপি,
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ রাঙ্গামাটি জেলা সভাপতি জাহিদ আকতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু অংসুই ছাইন চৌধুরী, প্রধান অতিথি র বক্তব্যে বলেন নির্বাচন শেষ বলে ঝিমিয়ে পড়া যাবে না দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই কাজ করতে হবে। সমাজের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার বাংলাদেশ কৃষকলীগের ভূমিকা গুরুত্ব সহকারে নিতে হবে। এই সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, রাঙ্গামাটি কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা, কাপ্তাই উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মোঃ আবু তালেব, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী প্রমুখ।
এই সময় কাপ্তাই উপজেলা কৃষক লীগের পরিচিতি সভায় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
ও মুক্তিযুদ্ধ সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে এক আনন্দঘন পরিবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরন এবং সম্মাননা প্রদান করা হয়। রাঙ্গামাটি জেলা কৃষক লীগের সভাপতি মোঃ জাহিদ আক্তার নবগত কাপ্তাই উপজেলা কৃষক লীগের কমিটি পরিচয় করিয়ে দেওয়া উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজ শেষে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন কাপ্তাই উপজেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম তালুকদার।