এশিয়ান টেলিভিশনের ১১ তম বর্ষপূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগ সাভার উপজেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন শেখ স্টাফ রিপোর্টারঃ

এশিয়ান টেলিভিশনের ১১ তম বর্ষপূর্তি উপলক্ষে এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-উর-রশিদ (সিআইপি) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নব গঠিত বঙ্গবন্ধু সৈনিক লীগ সাভার উপজেলা কমিটির আহবায়ক মফিজুর রহমান সোহেল যুগ্ন-আহবায়ক নাসিম খান।
আজ এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বেলা ১১.১৫ মিঃ সাভার উপজেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা সহ উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-উর -রশিদ (সি আই পি) এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতারা।
এর আগে গত ১৬ জানুয়ারী ২০২৪ তারিখে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব হারুন-উর -রশিদ ৩১ বিশিস্ট সাভার উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দেন এবং আগামী তিন মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।