নানা আয়োজনের মধ্য দিয়ে কাপ্তাই ক্যক ম্যাক রাদানা বৌদ্ধ বিহারের ৬ষ্ঠ তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়

কাপ্তাই প্রতিনিধিঃ

২৬ নভেম্বর রবিবার দিনব্যাপী শিলছড়ি মহাজন পাড়ায় ক্যক ম্যাক রাদানা বৌদ্ধ বিহারে ৬ষ্ঠ তম কঠিন চীবর দান উপলক্ষে কাপ্তাই ক্যক ম্যাক রাদানা বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকার উদ্যোগে শুরু হয় এই কঠিন চীবর দান অনুষ্ঠান। কঠিন চীবর দানৎসব বিহারের সভাপতি তপন মারমা র উপস্থাপনায় মহতী পূর্ণ্যাময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পূজনীয় ভদন্ত উ: পুঞঞাওয়াসা মহাথেরো। সভাপতিত্ব করেন ক্যক ম্যাক রাদানা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পূজনীয় ভদন্ত উ: চিং ডিটা মহাথেরো। ভতন্ত‌ উঃ‌ ধর্ম দেশক‌ নাইন্দবাসা‌‌ ,‌ চিংম্রং‌ বৌদ্ধ বিহার। এই সময় প্রধান পূণ্যার্থী হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু দিপ্তীময় তালুকদার এবং বিশেষ পূণ্যার্থী হিসেবে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস উমেচিং মারমা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান অংহ্লাচিং মারমা, বর্তমান চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা,ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান অমল কান্তি দে প্রমুখ। এ সময় পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরুদান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডু দানসহ নানাবিধ দান করে ও ধর্ম দেশনা শ্রবণ করে। এ ছাড়াও বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। পরে দ্বিতীয় পর্বে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করা কঠিন চীবরটি দান করেন বৌদ্ধ উপাসক-উপাসিকারা।এছাড়াও বিভিন্ন বিহার হতে উপস্থিত ছিলেন অনুত্তর ভিক্ষু সংঘ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্বধর্মপ্রাণ বৃন্দ। উক্ত পূণ্যময় অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে দিনব্যাপী এই দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান।