
মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার রৌফাবাদ হাউজিং সোসাইটি এলাকায় নালা খননের সময় ভবনের ২টি পিলারের সাথে স্কেলেভেটরের ধাক্কায় ভবনটি হেলে পড়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বায়েজিদ ফায়ার ষ্টেশন কতৃপক্ষ।
২৫ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। হেলে পড়া ভবনের পাশ দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক জলবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে সিটি কর্পোরেশনের একটি নালা খনন করা হচ্ছে। খননের সময় ভবনের ২ টি পিলারের সাথে স্কেলেভেটরের ধাক্কায় এই ঘটনা ঘটতে পারে ধারণা করা হচ্ছে, এ কারণেই ভবনটি হেলে পড়েছে।
ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান বলেন, এতে কেউ হতাহত হয়নি। আমরা ভবনটি সহ আশেপাশের ভবনের লোকজনকে নিরাপদে সরিয়ে দিয়েছি। খনন কাছে মাটির সরিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। খোরশেদ ম্যানসন নামে চারতলা ভবনটি হেলে পড়ে পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের সঙ্গে ঠেকেছে।