মানিকগঞ্জ হরিরামপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

 

বিভাগীয় প্রধান ( ঢাকা)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নের নলআইনকুন্ডি গ্রামে গত রাত আনুমানিক ৮:০০টায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়।
গতকাল রাত আনুমানিক ৮টায় আইলকুন্ডি গ্রামের ছালাম শেখের সন্তান নাঈম (২২) ও একই গ্রামের রাজ্জাক মৃধার সন্তান আসিফ (১৭) আইলকুন্ডি বিলে অজ্ঞাতনামা একজনকে চোর সন্দেহে বিলের মাঝে কাঠবাগানে নিয়ে গাছের সাথে হাত পাঁ বেধে বেধরক মারপিট করে হাত-পা ভেঙে ফেলে। এক পর্যায়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটির মৃত্যু নিশ্চিত করে নিজ বাড়িতে চলে যায়।
ছালাম শেখের ছোট ভাই বাচ্চু শেখ বিষয়টি জানতে পেরে নাঈম ও আসিফকে সঙ্গে নিয়ে কাঠ বাগানে গেলে তিনি গাছের সাথে হাত-পা বাঁধা মৃত অবস্থায় দেখতে পান। তাৎক্ষনিকভাবে বিষয়টি ধুলশুড়া ইউনিয়নের চেয়ারম্যানের কাছে অবগত করলে তিনি বিষয়টি হরিরামপুর থানায় অবগত করেন।
আজ সকাল আনুমানিক ১১ টায় সিঙ্গাইর সার্কেল এসপি ইমরান ও হরিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্যসহ আইলকুন্ডির দূর্গম চরের ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।
সিঙ্গাইর সার্কেল এসপি ইমরান জানান, অজ্ঞাত পরিচয় ব্যাক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জের সহায়তা চাওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।