বাংলাদেশ ‘প্রামাণ্যচিত্র নির্মাণ সার্টিফিকেট কোর্স’ ২০২৩

ডেক্স রিপোর্টঃ

বাংলাদেশ প্রামাণ্যচিত্র শিক্ষালয় আয়োজন করতে যাচ্ছে প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক ৬ মাসব্যাপী সার্টিফিকেট কোর্স। কোর্স পরিচালনা করবেন বিশিষ্ট প্রামাণ্যকার ও শিক্ষক মানজারেহাসীন মুরাদ। সম্মানিত শিক্ষকমন্ডলীর মধ্যে থাকবেন মকসুদুল বারী, ফরিদুর রহমান, রতন পাল, ফৌজিয়া খান, খুরশীদ আনাম, নাহিদ মাসুদ, আহমেদ হিমু, লাবনী আশরাফি এবং মানজারেহাসীন মুরাদ। এছাড়াও নানা সময়ে অতিথি শিক্ষক, মাস্টারক্লাস এবং মিট দ্য ডিরেক্টর সেশনের ব্যবস্থা থাকবে। নিবন্ধনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৩ শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান আসন সংখ্যা: ১ম ধাপ (৩ মাস) – সর্বোচ্চ ১৬ এবং ২য় ধাপ (৩ মাস) – সর্বোচ্চ ৬ কোর্স ফি: ১ম ধাপে – ৫,০০০ টাকা এবং ২য় ধাপে – ৭,০০০ টাকা কোর্স উদ্বোধনী: ১৫ ডিসেম্বর ২০২৩ সাপ্তাহিক ক্লাসঃ প্রতি শুক্রবার ও শনিবারকোর্স প্রামাণ্যচিত্র নির্মাণে বাংলাদেশ প্রামাণ্যচিত্র শিক্ষালয় সকল কারিগরী সহযোগিতা প্রদান করবে (নির্মাণ খরচ বাদে)। কোর্স নিবন্ধন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfBaVU1Mf0gs-oE5BepMr4QVtkWcRCUZVCXaXEKsZZTS568ag/viewform
যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন:
ওয়েবসাইট: www.pramannokar.org
ইমেইল: [email protected] মোবাইল: ০১৯২০-৩৪১২১৪ (কোর্স সমন্বয়ক – রুদ্র কাওসার)