মানিকগঞ্জ হরিরামপুর উপজেলায় ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা

 

মো আবদুল হকঃ

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে, হরিরামপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। অভিযানে ছয় জন ব্যক্তিকে আটক করা হয় আটককৃত ব্যক্তিরা হলেন,ক। হাসু (২৩) পিতা: মুন্না পেশা: মৎস্যজীবী খ।মোঃ সজিব (২২) পিতা: শেখ জামাল পেশা: ব্যবসা গ।শফি (২৮) পিতা: হেলাল পেশা: কৃষি ঘ।আলামিন (৩০) পিতা:হজি পেশা: কৃষি ঙ।নাঈম (২৪) পিতা: আবুল ফকির পেশা: ড্রাইভার চ।শেখ তারাবালী (২৫) পিতা: শেখ মুন্নাফ পেশ: ড্রাইভার সকলের গ্রাম: পাটগ্রাম থানা: হরিরামপুর জেলা: মানিকগঞ্জ। উল্লিখিত ছয় জন ব্যক্তিকে, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ১০০০ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। অভিযানজব্দকৃত জালগুলো পদ্মা নদীর ঘাটে জনসম্মুখে পোড়ানো হয়।উক্ত অভিযান পরিচালনা করেন, জনাব শাহরিয়ার রহমান,উপজেলা নির্বাহী অফিসার।জনাব নুরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সহ পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।