
রবিউল হোসেনঃ
আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ শাহ ইমরান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় পুলিশ সুপার কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পূজাপন্ডপে যেসকল পুলিশ সদস্যগণ মোতায়েন হবেন তাদের অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা, দক্ষতা, কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা, নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কাপ্তাই থানার এসআই (নিরস্ত্র) মো: ইমাম উদ্দিনকে ৩য় বার নির্বাচিত করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার। উল্লেখ গত মাসে একটি ট্রাক থেকে আসামী সহ ৩০০ লিটার সহ চোলাইমদ উদ্ধার করেন। রাংগামাটি জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত কাপ্তাই থানার এসআই মোঃ ইমাম উদ্দীনের কাজের স্বীকৃতিসরূপ আজ রাংগামাটি পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় নগদ অর্থ পুরস্কার প্রদান করা করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার। রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভায় নগদ অর্থ পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার),জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান, রাংগামাটি সদর সার্কেল জাহিদ হোসেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন সহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন থানা ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।