অর্ধ কোটি টাকার দন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামি আট

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধিঃ

সিএমপি পতেঙ্গা মডেল থানার অভিযানে ১বৎসর বিনাশ্রম কারাদন্ড ও সর্বমোট ৫০,০০,০০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

২১জুলাই,নগরীর ডবলমুরিং মডেল থানাধীন পাঠানঠুলি আসকরাবাদ এলাকায় অভিযানে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আঃ রবকে আটক করেন। আটককৃত আসামি ২ টি সিআর সাজা পরোয়ানা প্রতিটি পরোয়ানায় ১বৎসর করে কারাদন্ড এবং সর্বমোট ৫০,০০,০০০ টাকা অর্থ দন্ডে দন্ডিতে বলে জানা যায়।

সহকারী পুলিশ কমিশনার (কর্নফুলী জোন) ও অফিসার ইনচার্জ পতেঙ্গা থানার নির্দেশনায় এসআই খাজা এনাম এলাহী ও এসআই কিশোর বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ আসামিকে আটক করে।

বিজ্ঞ আদালতের সিআর-১০২৭/২০১৯ (ডবলমুরিং থানা) ও সিআর-১৯৪৭/২১ (পতেঙ্গা থানা) মামলা ০২ টির সাজা পরোয়ানা মূলে আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে৷