
আহমদ বিলাল খানঃ
আপোষহীন গণতন্ত্রের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙ্গামাটিতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাঙ্গামাটি শহরের পশ্চিম ওমদা মিয়া পাহাড় এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিলে বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন ন্যায়, সত্য ও গণতন্ত্রের প্রতীক। কারাবরণ ও দীর্ঘ অসুস্থতার মধ্যেও তিনি কখনো ন্যায় ও সত্যের পথ থেকে সরে যাননি। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক ছিলেন। বক্তারা আরও বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য ও মমতাময়ী নেত্রীকে হারিয়েছে। একজন স্নেহশীল মায়ের মতো তিনি সবসময় জনগণের পাশে ছিলেন। তাঁর আদর্শ, সাহস ও দেশপ্রেম আগামী প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করবে বলেও বক্তারা উল্লেখ করেন। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম বাবলু, কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, রাঙ্গামাটি জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক ও নানিয়ারচর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বাবুল সর্দার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আবুল হোসেন রতন, জেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিন, মোহাম্মদ আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ, রাঙ্গামাটি শ্রমিক দলের পৌর দপ্তর সম্পাদক মাহবুব আলম, যুবদলের সদস্য মো. ইউনুস, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিন, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য আবির ইসলাম মোমিন ও মোহাম্মদ টিপু, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জুবায়ের আনোয়ার, রাঙ্গামাটি জেলা যুবদলের সদস্য ওমর ফারুকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খান জামে মসজিদের খতিব মাওলানা মো. আজিজুর রহমান।





