
জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর-২৪৭ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান শনিবার (৩/১) দুপুরে নবীনগর কেন্দ্রীয় হরিসভা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। তিনি এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন ভোট দিবেন, নির্ভয়ে চলাফেরা করবেন। যদি কেউ হুমকি ধামকি আপনাদের উপর নির্যাতন অত্যাচার করতে চায় আমাকে জানাবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। তিনি আপনাদের পাশে আছে, থাকবে সারা জীবন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ছাদেকুল হক ছাদির, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমীরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি হাসিবুল হাদীছ শাহীন, সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুবীর রঞ্জন সাহা, অধ্যক্ষ অঞ্জন নাগ, মানিক বিশ্বাস, রাজন দাস, সাংবাদিক শ্যামল চক্রবর্তী, মিঠু সূত্রধর সহ প্রত্যেক ইউনিয়নের সনাতন ধর্মের প্রতিনিধিবৃন্দ।সভার শুরুতে উপস্থিত সকলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।




