
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন কলেজ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু।
১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত উল্লাহ মনু। এ সময় আরও উপস্থিত ছিলেন ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন মিলন, ২নং রাইখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ার আজিম, সালাউদ্দিন মনজু, মোঃ সোহাগ, আনোয়ার হোসেন আনুসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তারেক রহমানের নির্দেশনায় প্রতিবছরের মতো এবারও আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা আশা করি। তিনি আরও বলেন, দেশের বর্তমান কঠিন সময়ে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের দুঃখ-কষ্টে এগিয়ে আসতে হবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।




