খালেদা জিয়ার জানাজা উপলক্ষে কাপ্তাইয়ে গায়েবানা জানাজা উপজেলা ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত

 

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

আজ (৩১ ডিসেম্বর, বুধবার) দুপুর ২টায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা (নামাজে জানাজা) রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ শোকসন্তপ্ত পরিবেশে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন।
এদিকে, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকান্দার আলী রাসেলের উদ্যোগে কাপ্তাই সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঢাকা মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বিটিভিতে সম্প্রচারিত জানাজার সঙ্গে মিল রেখে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত গায়েবানা জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. একরাম হোসেন বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার আমীর মো. হারুনুর রশীদ, কেপিএম লি. সিবিএর সভাপতি মো. আব্দুর রাজ্জাক, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামছুজ্জামান চৌধুরী রকি, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা তাঁতীদল সভাপতি মো. আবছার, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্য সচিব মো. ইসমাইল হোসেন মিলন।
এছাড়া কাপ্তাই উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কাপ্তাই উপজেলার সাধারণ জনগণও গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন। গায়েবানা জানাজা শেষে কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকান্দার আলী রাসেল বলেন, জননেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবিচল সংগ্রামী একজন নেত্রী। তাঁর অসুস্থতা ও চলে যাওয়া আমাদের জন্য একটি অমীমাংসিত শূন্যতা সৃষ্টি করেছে। আজ আমরা তাঁর জন্য দোয়া করছি, দেশ ও জনগণের কল্যাণ কামনা করছি এবং তাঁর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাবো। উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের আয়োজন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়। সেখানে মানুষের ঢল, রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি এবং শোকের জনসমুদ্র লক্ষ্য করা যায়।