
মোঃ আবদুল হকঃ
মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কচুয়া যুবসমাজের উদ্যোগে এক বিশাল নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ইমন শেখ, শান্ত মোল্লা ও ইমাম আল নাছিফের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিশনের সভাপতি জনাব মীর আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নীরব আহমেদ (চুন্নু), চালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিশ্বাস এবং হরিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ফয়সাল।
এছাড়াও খেলাটি উপভোগ করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন বয়সী তরুণরা মাঠে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মীর আবদুল ওয়াদুদ বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব ও আত্মত্যাগের প্রতীক। এই দিনে এমন ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। যুবসমাজকে সুস্থ ও সচেতন রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি কচুয়া যুবসমাজের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। খেলাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়।




