
বিশেষ প্রতিনিধি রাঙ্গামাটিঃ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের পুজনীয় অধ্যক্ষ ও উপসংঘনায়ক ভদন্ত উঃ নাইন্দাওয়ান্সা মহাথেরো (৮০) আর নেই।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেন ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উয়ে সুয়ে চৌধুরী (মিশুক)। তিনি জানান, ভদন্ত উঃ নাইন্দাওয়ান্সা মহাথেরো তাঁর ভিক্ষু জীবনে দীর্ঘ ৬০টি বর্ষাবাস সম্পন্ন করেন। এদিকে ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, মহাথেরোর মরদেহ অ্যাম্বুলেন্সযোগে বিহারে আনা হচ্ছে। ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকাদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।





