
রবিউল হোসেন চৌধুরী রিপনঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ভোট প্রদান প্রক্রিয়া বিষয়ক অবহিতকরণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”-তে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এর সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন।
অনুষ্ঠানের শুরুতে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল প্রজেক্টরের মাধ্যমে postal vote bd app ব্যবহার করে দেশে অবস্থানরত ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। এসময় তিনি পোস্টাল ভোট প্রদান সংক্রান্ত নিয়মাবলি তুলে ধরে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যারা নির্বাচনের সময় নিজ নিজ ভোটার এলাকার বাইরে দায়িত্ব পালন করবেন, তারা postal vote bd app এর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য সঠিকভাবে প্রদান এবং ব্যালট পাঠানোর পূর্ণাঙ্গ ও নির্ভুল ঠিকানা উল্লেখ করা অত্যন্ত জরুরি।
পরে উপস্থিত সকল দপ্তর প্রধানদের অ্যাপের মাধ্যমে সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং নিজ নিজ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও একই পদ্ধতিতে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, postal vote bd app-এর মাধ্যমে রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে নিজ উদ্যোগে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন এই ডিজিটাল পদ্ধতি চালু করেছে, তাই কেউ যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হন সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। উপজেলায় হেল্প ডেক্স চালু করার উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।





