নবীনগরে উৎসবমুখর পরিবেশে সায়েদুল হক সাঈদের মনোনয়নপত্র সংগ্রহ

জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া:

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ। সোমবার দুপুর নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের হাত থেকে সায়েদুল হক সাঈদের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন দলের নেতৃবৃন্দ।
​একই সময়ে বিটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজরুল করিম বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী মো. নাজমুল করিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।​মনোনয়নপত্র সংগ্রহের সময় নবীনগর উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: এসময় নবীনগর পূর্ব ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মনা না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সড়ক মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির সহ-সভাপতি মোহন উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাবিউল কুদ্দুস,নবীনগর পশ্চিম ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক লিটন মেম্বার, বড়িকান্দি ইউনিয়ন বিএনপি নেতা শিপন মেম্বার,মনির হোসেন, রাজিবসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।​জনমনে প্রতিক্রিয়া ও সংহতি ​মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে পৌর শহর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ফারুক মিয়া সাংবাদিকদের  জানান, সায়েদুল হক সাঈদের নেতৃত্বে নবীনগর বিএনপি আজ ঐক্যবদ্ধ। আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে ধানের শীষের জয় সুনিশ্চিত। পুরো কার্যক্রমটি নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।