
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
চট্টগ্রামের পাঠকনন্দিত ও জনপ্রিয় মুখপত্র দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে রজতজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩ টায় কাপ্তাই পাঠক ফোরাম–এর উদ্যোগে কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালী এন্ড পড হাউসের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে উৎসবের সূচনা হয়। পরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন। মোঃ ওসমান গনি তনু–এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম বিভাগের দৈনিক সাঙ্গু পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবির হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মামনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও সমাজসেবক দ্বীন মোহাম্মদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম, কাপ্তাই উপজেলা বাংরলাদেশ জামায়াতে ইসলামী আমীর হারুন অর রশিদ, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন।
এছাড়াও বক্তব্য দেন সময় টিভি ও দৈনিক সংগ্রাম পত্রিকার কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম, দৈনিক পূর্বদেশ কাপ্তাই প্রতিনিধি মো. নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ও সমাজসেবক ইব্রাহিম হাবিব মিলু, বাংলাদেশ বেতার কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত, দৈনিক সাঙ্গু রাজস্থলী প্রতিনিধি মো. আইয়ুব চৌধুরী, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মো. রফিক, কাপ্তাই উপজেলা জাসাস সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক হ্লাসুইমং মারমা (মং), যুব সংগঠক বাবলু তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৭১ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা, দৈনিক আজাদী পত্রিকার মাল্টিমিডিয়া কাপ্তাই প্রতিনিধি অর্ণব মল্লিক, দৈনিক আমার দেশ রাজস্থলী প্রতিনিধি মেজবাহ উদ্দিন, ঢাকা প্রতিদিন কাপ্তাই প্রতিনিধি মাসুম বাবুল, চিৎমরম ইউনিয়নের সমাজসেবক সাচিংউ মারমা, ইউপি সদস্য অংসাচিং মারমা, কাপ্তাই তরুণ উদ্যোক্তা বীর কুমার তঞ্চঙ্গ্যা, চট্টগ্রাম টিভি শিল্পী লিপি দাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কবির হোসেন সিদ্দিকী বলেন, দৈনিক সাঙ্গুর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে উপজেলা ভিত্তিক প্রথম উদযাপনের সূচনা হয়েছে কাপ্তাই উপজেলা থেকে, যা অত্যন্ত গৌরবের বিষয়। তিনি জানান, কাপ্তাইয়ের এই আয়োজনের মধ্য দিয়েই চট্টগ্রাম বিভাগের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হবে। তিনি আরও বলেন, আগামী ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে দৈনিক সাঙ্গুর ২৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে এক বর্ণাঢ্য ও বৃহৎ পরিসরের অনুষ্ঠান আয়োজন করা হবে। এ উপলক্ষে কাপ্তাইয়ের সকল সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য তিনি আন্তরিক আমন্ত্রণ জানান। আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু দীর্ঘ ২৫ বছর ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিশেষ করে পাহাড়ি জনপদ ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ে পত্রিকাটি সাহসী ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই গৌরবোজ্জ্বল পথচলা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।




