
কামরুজ্জামান , লংগদু প্রতিনিধি:
রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলায় কওমী ওলামা পরিষদের আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার, ১৫ নভেম্বর, মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটের মাধ্যমে মাওলানা ইউনুছ আল হাবিবিকে সভাপতি এবং মোঃ জুবাইদুল হাছানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন হোসাইন আহমদ। নির্বাচন পরিচালনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার শীর্ষ নেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির আহবায়ক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল মতিন। নবনির্বাচিত সভাপতি মাওলানা ইউনুছ হাবিব যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন এবং ইসলামী ফাউন্ডেশন লংগদু উপজেলার মডেল কেয়ারটেকার খাইরুল ইসলামের পরিচালনায় নির্বাচনটি সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ আব্দুল মতিন নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে বলেন, তিনি দৃঢ়ভাবে আশাবাদী যে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সমাজ সেবা ও ইসলামী কার্যক্রম আরও গতিশীল হবে এবং অব্যাহত থাকবে। নতুন কমিটি ঘোষণার পর ওলামা পরিষদের সকল সদস্য আগামীতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।





