কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যা : তিন মাস পর মাথার খুলি উদ্ধার

 

তিতাস (কুমিল্লা) শাহ্ আল-আমিন আমানতঃ

কুমিল্লার তিতাস উপজেলায় আলোচিত নজরুল হত্যাকাণ্ডের তিন মাস পর নিহত ব্যক্তির মাথার খুলি উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মজিদপুর গ্রামের ত্রি-মোহনার নদীর পাড় থেকে মানবখুলিটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিতাস থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাথার খুলি উদ্ধার করে। এসময় খুলিটির পাশ থেকে একটি ইটও উদ্ধার করা হয়, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তিতাস থানার কর্মকর্তারা জানান, খুলিটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।  উল্লেখ্য, তিন মাস আগে তিতাসের নজরুল ইসলাম নিখোঁজ হন। পরে পরিবার তার হত্যার অভিযোগ তুলে মামলা দায়ের করে।
পুলিশ বলেছে, উদ্ধারকৃত আলামত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।