
জহিরুল ইসলাম(ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি:
মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, সেই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শুক্রবার বাদ জুমা আড়াইটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ কার্যক্রম শুরু হয়।এর আগে জুমার পর থেকেই উপজেলা বিভিন্ন এলাকা থেকে একের পর এক মিছিল আসতে থাকে। মিছিলে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নানা স্লোগান দেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এমপি পদপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের অধ্যাপক মাহবুবুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি বেলায়াতুল্লা কাসেমী, মাওলানা রায়হান উদ্দিন আনসারী, মুফতি আশরাফুল ইসলাম দুলাল, জামায়াতের পর আমির আব্দুল হালিম হাফেজ কারী নাসির উদ্দিন মাওলানা নিহাদুল করীম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার কার্যক্রম চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি উত্থাপন করছেন। একইসঙ্গে ভারতীয় প্রভাব ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিও জানানো হচ্ছে। বক্তারা আরো বলেন জুলাই সনদ এর ভিত্তিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণহত্যার বিচার সহ পাঁচ দফা দাবিতে কঠিন বক্তব্য প্রদান করেন। চলমান এ সমাবেশে উপজেলার আশপাশের এলাকা থেকে নেতাকর্মী মিছিল নিয়ে যোগ দিয়েছেন।





