
যশোর ব্যুরোঃ
যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোরে যশোর শহরে ঝটিকা মিছিল করেছে যুবলীগ নামধারী একদল যুবক। ভোর আনুমানিক ছয়টার দিকে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে গিয়ে শেষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ১০-১৫ জন কিশোর-যুবক অংশ নেয়। তাদের অধিকাংশই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ছিল। তারা ‘শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই—রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ সরকার মানি না মানবো না’সহ নানা স্লোগান দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আলগমীর কবির সুমনের অনুসারীরাই এই মিছিলের আয়োজন করেন। হাজী সুমন নিজেই তার ফেসবুক পেজে মিছিলের ভিডিও শেয়ার করেছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “ভোরে সূর্য উঠার আগেই মিছিলটি হয়েছে বলে জেনেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গত সোমবার বিকেলে যশোর শহরে ঝটিকা মিছিল করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি ও ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে শহরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছে,সদর উপজেলার ঝুমঝুমপুরের রাজু রানা, মনিরামপুরের মনিরুজ্জামান, সদর উপজেলার চন্দা আফরার মামুন মিয়া, চাঁচড়া চেকপোস্ট এলাকার রাশেদুল ইসলাম রাতুল এবং চাঁচড়া কলোনী এলাকার নিরব সাদেকিন।
ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, “নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিলের ঘটনায় তাদের আটক করা হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “আটকদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি যুবলীগের ব্যানারে যারা মিছিল করেছে, তাদেরও শনাক্তে অভিযান চলছে।




