
যশোর ব্যুরোঃ
হিন্দুত্ববাদী সংগঠন ইসকন (ISKCON) নিষিদ্ধের দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) জুম্মার নামাজ শেষে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলন ও বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ, যশোর জেলা শাখা। আয়োজিত মানববন্ধনে বিভিন্ন উপজেলা থেকে আসা সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ইসকনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন“ইসকন হটাও, দেশ বাঁচাও”, “অহির বিধান কায়েম কর”, “ধর্মীয় উসকানি বন্ধ করো” ইত্যাদি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে হাদীছ যশোর জেলা শাখার সভাপতি খলিলুর রহমান। বক্তব্য রাখেন আহলে হাদীছ যুব সংঘের সভাপতি মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, আহলে হাদীছ যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় চার কোটি আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষ বসবাস করেন—তারা কখনোই ইসকনের ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেবেন না। বক্তারা অভিযোগ করেন, ইসকন দেশের ভেতরে সাংস্কৃতিক কর্মসূচির আড়ালে ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাঁরা আরও বলেন, “দেশে যত ধরনের সাম্প্রদায়িক উস্কানি বা বিশৃঙ্খলা দেখা যায়, তার পেছনে ইসকনের সংশ্লিষ্টতা অস্বীকার করা যায় না। আহলে হাদীছ নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসকনের কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে দ্রুত সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা দাবি করেন, এই সংগঠন বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে। বক্তারা আরও বলেন, “আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন দেশে কোনো ধর্মীয় বিদ্বেষ ছড়ানো না হয়, এবং যারা ইসলামবিরোধী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।





