
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় “সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-এর আয়োজনে এবং কাপ্তাই তথ্য অফিস ও কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ, সরকারি কর্মকর্তা এবং কাপ্তাই উপজেলার সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন, “সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীরা যদি নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করেন, তাহলে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, গুজবও কমবে।” সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোঃ সাঈদ হাসান। বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। স্বাগত বক্তব্য দেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। এসময় মত প্রকাশ করেন কাপ্তাই পেশাদার সাংবাদিক মাহফুজ আলম, সাংবাদিক কবির হোসেন, সাংবাদিক ঝুলন দত্ত, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আলী আজগর খান, সাংবাদিক আইয়ুব চৌধুরী, সাংবাদিক মেজবাহ উদ্দিন এবং বিলাইছড়ি প্রেসক্লাবের প্রতিনিধি অসিম চাকমা প্রমুখ।





